ঢাকাThursday , 17 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলের কামদেবপুর এলাকা আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত॥

Mahamudul Hasan Babu
October 17, 2024 5:26 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে কামদেবপুর এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আয়োজিত জনসভায় কামদেবপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ আব্দুস শুকুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মজৈন বিওপি কমান্ডার মোঃ শুকুর আলী। অনুষ্ঠনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে কালিয়াগঞ্জ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওঃ মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মানিকুল ইসলাম মানিক, শিক্ষক ও সমাজ সেবক মোঃ মুরসালিন কাফি, কাজী মোঃ মোজাফ্ফর হোসেন, সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ মানিক, ইউপি সদস্য মোঃ শরিফ উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন মোঃ হাসান। বক্তারা মাদক ও সামাজিক অসংগতির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।