মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বিভিন্ন সড়কে বৃষ্টির পানিতে ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের জাফর মার্কেট থেকে মোকন্দেরদীঘি সড়কের মাঝখানে মন্ডলের দীঘির পার সড়কের বিভিন্ন স্থানে বাঁশের খুঁটি বালু ও বালুর বস্তা ফেলে সড়ক মেরামত করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ভাঙা সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচল উপযোগী করেন গোকুন্ডা ইউনিয়ন যুবদল,ও ছাত্রদলের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, সড়কটি বৃষ্টির পানিতে ভেঙে যাওয়া পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। এসব সড়ক দিয়ে মানুষ ও যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেন জেলা যুবদল নেতাকর্মীরা।
স্থানীয় জেলা যুবদল সূত্রে জানা যায়, ওই সড়ক সংস্কার কাজে লালমনিরহাট জেলা যুবদলের আহবাহক আনিচুর রহমান ভিপি আনিস, সদস্য সচিব হাছান আলী, গোকুন্ডা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সেলিম পাটোয়ারী, গোকুন্ডা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির রিপন, গোকুন্ডা ইউনিয়ন ছাত্রদলের ২নং ইউনিট সভাপতি বকুল মাহামুদ সহ নেতাকর্মীরা অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন গোকুন্ডা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সেলিম পাটোয়ারী বলেন, বিগত বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। বিএনপির লালমনিরহাট-৩ আসনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আ‘সদিুল হাবিব দুলুর নির্দেশে জনকল্যাণে এসব সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। বিএনপি গণমানুষের দল হিসেবে সব সময় জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ।
