ঢাকাThursday , 17 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে আবারো আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় ১ জন মানব পাচারকারীসহ ৭ জন আটক॥

Mahamudul Hasan Babu
October 17, 2024 5:25 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে আবারো আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় ১ জন মানব পাচারকারীসহ ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো, উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মানব পাচারকারী মোশারফ (৩০), একই ইউনিয়নের বুড়িরহাট গ্রামের রবীন্দ্রনাথ সেন এর ছেলে বাংলাদেশী সাধারণ নাগরিক পলাশ চন্দ্র সেন (৩৩) বীরেশ দেব শর্মার এর মেয়ে প্রিয়াঙ্কা রাণী (২৫), পলাশ চন্দ্র সেন এর ছেলে ধুবো চন্দ্র সেন (৭), ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের জয়দেব মহন্ত এর স্ত্রী শম্পা রাণী (২২), মেয়ে জবা রাণী (৬) ও ঋতু রাণী (৩)।
১৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০০.০৫ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী নামক স্থানে কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৩০ মেইন পিলার এর নিকটবর্তী আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি’র টহলদল তাদের চ্যালেঞ্জ করে এবং ৭ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে বিজিবি জানানয়, আটককৃতরা ওই এলাকার একটি ধান ক্ষেতের মধ্যে কিছু বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় তাদের আটক করা হয়। তাদের সকলকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।