আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসহ গ্রামে একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত বিপ্লব বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস ধরে বিপ্লব হোসেন ও তাঁর দুই সহযোগী ওই গোডাউনে থেকে ফার্নিচারের কাজ করছিলেন। গত কয়েক দিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে গাংনী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে ফার্নিচারের কাজ চলছিল। তবে কয়েক দিন ধরে কাজের কোনো শব্দ বা কাউকে দেখা যাচ্ছিল না। পরে গোডাউন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিষয়টি সন্দেহ করে পুলিশে খবর দেয়।
এদিকে বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগী এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য মেলেনি।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে একাধিক পুলিশ টিম তদন্তে নেমেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                 
                                 
                                 
                                