রেজুয়ান খান রিকন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস ছালাম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, দক্ষিন বানেশ্বর বাজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সাইদুর রহমান, মেনকাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভানেত্রী হ্যাপী বেগমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।
বক্তারা ‘সমবায় ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন’ বাস্তবায়নের আহ্বান জানান। পরে আশ্রয়ণ ফেইজ-২ প্রকল্পে বসবাসরত ৫ জন সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরন করা হয়।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে অংশগ্রহণকারীদের ঐক্য ও উদ্দীপনা, যা প্রমাণ করে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় কেবল প্রতিপাদ্য নয়, বরং এক বাস্তব উন্নয়নের দিকনির্দেশনা।
