ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসের নাগেরচর–দুর্গাপুর সড়ক দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
November 1, 2025 1:45 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাগেরচর–দুর্গাপুর গ্রামের প্রধান সড়ক দ্রুত নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নাগেরচর–দুর্গাপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার প্রধান সড়কের উন্নয়ন ও সংস্কারের দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষ। সরকারি অনুমোদনের পর রাস্তাটির কাজ শুরু হলেও দুর্গাপুর গ্রামের প্রবেশদ্বারের উভয় পাশে জমি সংক্রান্ত জটিলতা ও সমন্বয়হীনতার কারণে রাস্তা নির্ধারিত প্রস্থে নির্মাণ করা হচ্ছে না। এর ফলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাবে এবং এম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা প্রদানকারী যানবাহনের চলাচল ব্যাহত হবে।বক্তারা আরও বলেন, “উন্নয়ন প্রকল্প যেন প্রহসনে পরিণত না হয়। আমরা চাই প্রকৃত উন্নয়ন—রাস্তার পূর্ণ প্রস্থে নির্মাণ নিশ্চিত করা হোক। প্রশাসন মাঠে নেমে বাস্তব পরিস্থিতি যাচাই করুক। জনগণের রাস্তা জনগণের জন্য—দখল, দারি বা দ্বন্দ্ব নয়, উন্নয়নের ঐক্য চাই।”
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক মজনু পাঠান, এম এ ছাত্তার,ইঞ্জি. মনিরুজ্জামান ভূইয়া লিটন, আবদুর রহিম ভূঁইয়া, মো. মোখলেছুর রহমান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম ও মো. হাবিব প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সুবিদ আলী, মো. তৈয়ব আলী মোল্লা, শফিকুল ইসলাম ভূঁইয়া, মো. আলী আকবর, নুর মোহাম্মদ, আবদুর রব মিয়া, হবি মিয়া, এস. এম. শাহজাহানসহ ৫নং ওয়ার্ডের দুই শতাধিক স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—রাস্তাটির কাজ দ্রুত সম্পন্ন করে নাগেরচর–দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার জন্য।