আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৩ নং ওয়ার্ড চৌগাছা (মোল্লাপাড়া) গ্রামে শামীম রেজা ওরফে মিঠু (৩৫) নামের এক ওয়েল্ডিং ব্যবসায়ি আত্মহত্যা করেছেন। ব্যবসায়ি মিঠু চৌগাছা মোল্লাপাড়ার মৃত খাজা আহম্মেদ কাউন্সিলরের ছোট ছেলে। নিহত মিঠুর স্ত্রী , এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। এরা শিশু।
শুক্রবার দিবাগত রাতের কোন একসময় সে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়দের ধারণা,পারিবারিক কলহের কারণে হয়তো মিঠু আত্মহত্যা করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিষয়টি মৃত্যুর কারন জানা সম্ভব হবে।
