ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় মামলা, আটক ২

Mahamudul Hasan Babu
November 2, 2025 8:59 am
Link Copied!

বাদশা আলম  শেরপুর বগুড়া প্রতিনিধি:বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) তে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এ ঘটনায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর উপপরিচালক ও নিয়োগ কমিটির সদস্য মোঃ মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
১৮৬০ সালের দন্ডবিধি ৪১৯/৪২০/৪৬৮/৪৭১/ ধারায় মামলা নম্বর- ১ দায়ের হয়।

গ্রেপ্তারকৃত জিহান আফ্রিদি ব্রাইট বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গ্রামের মোঃ জাহিদ হোসেনের ছেলে। আরেকজন শাপলা খাতুন, স্বামী মোঃ সজিব। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার নিজ দর্পা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

শনিবার (১ নভেম্বর) সকাল আরডিএ’র মহাপরিচালক ভবনে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত নিয়োগ পরীক্ষার কেন্দ্র হিসেবে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, বিয়াম স্কুল এন্ড কলেজ ও সামিট স্কুল এন্ড কলেজ ভেনুতে পরীক্ষা গ্রহণ করা হয়।
ঐদিন বেলা দুইটার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালকের কার্যালয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়। এ সময়
লিখিত পরীক্ষার অংশগ্রহণকারী, জিহান আফ্রিদি ব্রাইট (রোল নং ৩১০০৩৩৩১) ও মোছাঃ শাপলা বেগম ( রোল নং ৩১০০৩০০৫) মৌখিক পরীক্ষা গ্রহনকালে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় তাদের লিখিত পরীক্ষার খাতার সাথে মৌখিক পরীক্ষার অসংগতি পরিলক্ষিত হয় তাদেরকে আটক করে একাডেমিক ভবনে রাখা হয়। পরে বিকালে তাদেরকে পুলিশের সোপর্দ করা হয়।

প্রতিষ্ঠান ও স্থানীয় সুত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষাটি দুটি পদে অনুষ্ঠিত হয় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৭টি পদ) এবং অফিস সহায়ক (১১টি পদ)। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করেন ৫ হাজার ৮’শ ১৯ জন, লিখিত পরীক্ষায় অংশ নেন ৯’শ ৫৮ জন এবং ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ৫৯ জন।
অপরদিকে, অফিস সহায়ক পদে আবেদন করেন ৫ হাজার ২৭০ জন, লিখিত পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩২৯ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৫ জন প্রার্থী।

এ ঘটনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়দানকারী মাইদুল ইসলাম ও ফারুক আহমেদ নামের ব্যক্তি দ্বয়কে জালিয়াতির সাথে সম্পৃক্ততার সন্দেহে স্থানীয়রা আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকেও উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। সে ক্ষেত্রে পুলিশ বলছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আরেকটি প্রক্রিয়াধীন রয়েছে।

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহা-পরিচালক ড. এ. কে. এম. অলি উল্যা বলেন, “পরীক্ষা চলাকালে ভুয়া প্রমাণিত হওয়ায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের মামলা দায়ের হয়েছে।”
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন বলেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর নিয়োগ সংক্রান্ত প্রতারণা ঘটনায় থানায় সোপর্দ হওয়া চারজনের মধ্যে দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ”মামলায় আরো অন কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্তেই বেরিয়ে আসবে।”‘