ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি

Mahamudul Hasan Babu
November 2, 2025 2:07 pm
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিক মো. অহিদুজ্জামান ডিউককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেসের তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ পৌরশহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খানের ছেলে মো. সোহাগ খান (৩০) এবং ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকদারের ছেলে বেল্লাল সিকদার (২৮)-কে ইয়াবা বিক্রির সময় ২০ পিস ইয়াবাসহ আটক করে। পরে আটক ব্যক্তিদের মোবাইলে ফোন করা ক্রেতাদেরও পুলিশ আটক করলেও, তাদের কাছ থেকে কোনো মাদক না পাওয়ায় পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় “বাউফল ফেস” নামের একটি ফেসবুক আইডিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। এরপর অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি সাংবাদিক ডিউকের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে সংবাদটি তুলে নিতে বলেন। গভীর রাতে মুখোশধারী কয়েকজন যুবক তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তারা সাংবাদিক ডিউক ও তার পরিবারকে শহর ছেড়ে চলে যেতে বলেন, অন্যথায় আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেয়।

সাংবাদিক অহিদুজ্জামান ডিউক বলেন, “ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তারের সংবাদ প্রকাশের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন, “সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”