ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফল উপজেলা গেট থেকে সোনালী ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

Mahamudul Hasan Babu
November 2, 2025 2:05 pm
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলা গেট থেকে সোনালী ব্যাংক পিএলসি বাউফল শাখা স্থানান্তরের প্রক্রিয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা গেট এলাকায় ব্যাংকের শতাধিক গ্রাহক ও ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনালী ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ও কুচক্রী মহলের যোগসাজশে দীর্ঘ ২৫ বছর ধরে উপজেলা গেটে অবস্থানরত ব্যাংকটি স্থানান্তরের পাঁয়তারা চলছে। তারা বলেন, “আমরা উপজেলা গেটের ব্যাংক থেকেই প্রতিদিন সরকারি-বেসরকারি লেনদেন সম্পন্ন করি। এটি সরিয়ে নিলে অন্তত এক কিলোমিটার দূরে গিয়ে লেনদেন করতে হবে, যা অত্যন্ত কষ্টসাধ্য।”

বক্তারা আরও বলেন, উপজেলা গেটের অবস্থানটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালাইয়া বন্দর থেকে নিকটবর্তী হওয়ায় ব্যবসায়ীরা সহজে লেনদেন করতে পারেন। ব্যাংকটি অন্য প্রান্তে সরিয়ে নেওয়া হলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হবে এবং গ্রাহকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে ব্যাংক ভবনের মালিক হেনারা বেগমের ছেলে সবুজ আকন জানান, “সোনালী ব্যাংক পিএলসি শাখার সঙ্গে আমাদের জানুয়ারি মাসে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ছয় মাস আগেই চুক্তি নবায়নের অনুরোধ করেছিলাম, কিন্তু ম্যানেজার আজ-কাল বলে আমাদের ঘুরিয়েছেন। চুক্তি ছাড়াই ব্যাংকটি প্রায় ১০ মাস ভবনে অবস্থান করেছে। পরে হঠাৎ আমাদের কাছে উকিল নোটিশ পাঠানো হয়।”

তিনি অভিযোগ করেন, “চুক্তি নবায়ন না করে ও পরে নোটিশ পাঠিয়ে আমাদের আর্থিক ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।”

এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক পিএলসি বাউফল শাখার ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। সবকিছু হেড অফিসের নির্দেশে করা হচ্ছে। এটি সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।”

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, সোনালী ব্যাংক উপজেলা গেট থেকে সরিয়ে নেওয়া হলে বাউফলের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে এবং গ্রাহকভোগান্তি আরও বাড়বে।