ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের তরুন সৈকত আহমেদ এখন “ডিজিটাল গার্ডিয়ান”

Mahamudul Hasan Babu
November 3, 2025 1:54 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত আহমেদ এখন এলাকার তরুণ সমাজে একটি পরিচিত নাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তার দক্ষতা ও আগ্রহ তাকে আলাদা করে দিয়েছে সবার চোখে। বয়স আঠারোর কোঠায় হলেও প্রযুক্তিতে তার দখল ঈর্ষণীয়।

শৈশব থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক তাকে টেনে নিয়ে গেছে পুরনো কম্পিউটার ঘাঁটাঘাঁটির জগতে। নিজ উদ্যোগে শিখে ফেলেছেন কম্পিউটার সার্ভিসিং, সফটওয়্যার ইনস্টলেশন, এমনকি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার পর্যন্ত। ফেসবুকে কোনো সমস্যা দেখা দিলে কিংবা মোবাইল বা কম্পিউটার সামান্য গোলযোগ করলেই স্থানীয়রা ছুটে যান তার কাছে।

এলাকাবাসীর কাছে তিনি আজ এক ‘ডিজিটাল গার্ডিয়ান’। কারো অ্যাকাউন্ট হ্যাক হলে, পেজে প্রবেশ করতে না পারলে কিংবা অনলাইনে প্রতারণার শিকার হলে প্রথম ভরসা দৃঢ়চিত্তের এই তরুণ। শুধু সহায়তা নয়, মানুষ যেন অনলাইনে নিরাপদ থাকতে পারে—এই লক্ষ্যেও কাজ করছেন তিনি।

বন্ধুসুলভ স্বভাব ও বিনা পারিশ্রমিকে কাজ করে দেওয়ার মানসিকতা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। সহপাঠী তামিম বলেন, ফেসবুক কিংবা মোবাইল সংক্রান্ত যেকোনো সমস্যায় সৈকতই তাদের প্রথম আশ্রয়। কোনো প্রতিদানের আশা না করে শুধুই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন তিনি।

স্থানীয়দের মতে, প্রযুক্তিকে কল্যাণে ব্যবহারের অনন্য উদাহরণ তৈরি করেছেন সৈকত। তার মতো উদ্যমী ও মানবিক দৃষ্টিভঙ্গির মানুষ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা।

প্রযুক্তির এই যুগে সৈকত আহমেদ যেন ঠাকুরগাঁওয়ের এক অনানুষ্ঠানিক ‘সাইবার হেল্প ডেস্ক’। তার সেবায় উপকৃত হয়ে অনেকেই স্বস্তি ফিরে পাচ্ছেন। নিজের সাধ্য ও শ্রম দিয়ে প্রযুক্তি ও মানবতার মধ্যে মেলবন্ধন তৈরি করে তিনি এগিয়ে যাচ্ছেন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে।