এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে আগাম জাতের আমন ধান হাট বাজার গুলোতে উঠতে শুরু করেছে। দাম নিয়ে কৃষক ও ক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে কৃষকরা তাদের উৎপাদিত ধান কাটাই মাড়াই করে যেদামে হাটে বিক্রি করছে তাতে তাদের খরচ উঠছে না। অপরদিকে পাইকার ও ফড়েয়ারা বলেছেন, সরকারের এলসি, টি আর ও জি আর-এর চালের কারণে ধান বিক্রি কমে গেছে। সেই তুলনায় ধান কিনে পোশাচ্ছে না তাদের।
উপজেলার সব থেকে বড় ধানের হাট ৩নং ধামইড় ইউনিয়নের ধুকুরঝাড়ী বাজারে। সপ্তাহে প্রতি মঙ্গলবার বসে ধানের হাট। এখানে হাটের দিন ভোর সাড়ে ৫টা থেকে কৃষকেরা ভটভটি , নছিমন , ব্যাটারিচালিত ভ্যানে করে ধান নিয়ে আসতে শুরু করে । ভোর থেকে শুরু হয় কেনা-বেচা। চলে সকাল ১১টা পর্যন্ত। দিনাজপুর-বোচাগঞ্চ ও দিনাজপুর-কাহারোল পাকা সড়কের উভয় পাশে সারি সারি ভাবে বসে ধানের হাট। বস্তার মুখ খুলে পাশে দাড়িয়ে থাকেন কৃষকরা। এর পর ধান দেখে যার পছন্দ হয় সেই কিনে নেয় ধান।
বর্তমানে আমদানী কিছুটা কম হলেও আমন আগাম জাতের বিনা ৭, বিনা -১৭, বিনা-৭৫ প্রতিমন বিক্রি হচ্ছে ১০২৫ থেকে ১০৭৫ টাকা। এছাড়া পাথরফাঁটা, কোটরাপাড়ি ১০৫০ থেকে ১১ শ টাকা এবং পুরানো বোরো সম্পা কাঠারী ও বগুড়া কাঠারী প্রতিমন বিক্রি হচ্ছে ১৬ শ থেকে ১৬ শ ৫০ টাকা দরে। কৃষকদের অভিযোগ ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না।
ক্রেতারা বলছেন, মিল চালানোর জন্য কাঁচা ধান কিনছেন ক্রেতারা। চালের দাম বেশী হওয়ায় ধান কিনে পোষাচ্ছে না তাদের। বাজারে এলসি, সরকারি টি আর, জি আর, এর চালের কারণে বিক্রি কমে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, এবারে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কিছু এলাকায় ধান কাটা মাড়াই চলছে। আর কয়েক দিনের মধ্যে পুরোপুরি ধান কাটা মাড়াই শুরু হবে। এবারের মৌসুমে উপজেলায় ২৮ হাজার ৯২৭ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চাল ৯৬ হাজার ৫০৯ মেট্রিক টন।
