আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আবহমান গ্রাম বাংলার ্ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপি গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা খেলার আয়োজন করে ।আয়োজনে সভাপতিত্ব করেন গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার সভাপতি সোহানুর রহমান।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক,গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।
এছাড়াও খেলার মাঠে জেলা যুবদল সেক্রেটারী কাউছার আলী, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, গাংনী পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম ও ইমন। খেলায় হাজার হাজার আবালবৃদ্ধবনিতা দর্শকদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
আনন্দ উৎসব, গ্রামীণ খেলা ধূলায় যুব সমাজকে উজ্জীবিত রাখতে এবং মাদক থেকে দুরে রাখতে লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলার সহড়াতলা লাঠিয়াল বাহিনী, গাংনী পৌর লাঠিয়াল বাহিনী (শিশিরপাড়া), সাহারবাটি লাঠিয়াল দল এবং কাজীপুর লাঠিয়াল বাহিনী (৪ টি দল) মনোমুগ্ধকর লাঠিখেলা প্রদর্শন করেন। গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার আয়োজনে এই খেলা প্রদর্শিত হয়।
রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ ও এলাকার সাধারন লোকজন খেলা উপভোগ করেন। খেলা শেষে সহড়াতলা লাঠিয়াল বাহিনীর খেলার কলা কৌশল দেখে মুগ্ধ হয়েু দলনায়কের হাতে পুরস্কার হিসাবে আয়োজক কমিটি নগদ অর্থ ও ক্রেষ্ট উপহার দেয়া হয়। পরবর্তীতে প্রীতি লাঠিখেলা শেষে সকল দলকে পুরস্কার দেয়া হয়।
আয়োজক কমিটি সময় সুযোগ বুঝে এই লাঠিখেলার প্রতিযোগিতার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
