ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপির দ’ুপক্ষের মধ্যে সংঘর্ষ হামলা ভাংচুর অগ্নিসংযোগ

Mahamudul Hasan Babu
November 4, 2025 4:29 pm
Link Copied!

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক এমপি আমজাদ হোসেনকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে আমজাদ গ্রুপ ও মিল্টন গ্রুপ দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ২০জন নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা বেশ কিছু মোটরসাইকেলসহ অফিসের আসবাবপত্র ভাংচুর রা হয়েছে। শেষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার গাংনী বাজার বাস স্ট্যান্ড মোড়ে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনিত প্রার্থী আমজাদ হোসেন ও মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক এমপি আমজাদ হোসেনকে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। এর পর থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে আসছিল। মনোনয়ন বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সকালে জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এসময় দলীয় মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের সমর্থিত নেতাকর্মীরা মিছিল সহকারে পাশ দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে জাভেদ মাসুদ মিল্টনের লোকজন তাদের ধাওয়া করে। পরে আমজাদ হোসেনের দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর করা হয় । এসময় ১০-১৫ টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ইট পাটকেল ছুড়ে অফিস তছনছ করে দেয়। এসময় তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয় ।
পরে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে আমজাদ হোসেনের সমর্থনকারী ১৫জন নেতাকর্মী আহত হয়। অন্যপক্ষের জাভেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা প্রাণভয়ে পালিয়ে যায় এবং আত্মগোপন করে।
এদিকে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল অবস্থান করছে। সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাংনীতে মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সমর্থিত বিএনপি নেতা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, গতকাল সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ঘোষনা হলে আজ সকালে নেতা কর্মীরা নেতা সাথে সাক্ষাৎ করার জন্য অফিসে সমবেত হচ্ছিল। অন্যদিকে মিল্টন গ্রুপের লোকজন মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করতে জড়ো হচ্ছিল। হঠাৎ মিল্টন গ্রুপের উচ্ছৃঙ্খল নেতা কর্মীরা আমজাদ হোসেনের নেতা কর্মীদেও উপর চড়াও হয় এবং অফিস ভাংচুর করে। এসময় অফিসের সামনে থাকা ১০ -১৫ টি মোটর সাইকেল ভাংচুর করে। তিনি বলেন, মিল্টনকে এই মোটর সাইকেলের দাম দিতে হবে।
এ নিয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনিত প্রার্থী আমজাদ হোসেন জানান,জাভেদ মাসুদ মিল্টনের লোকজন আমাকে হামলা করতে গিয়ে ছিল। আমি কোন ভাবে হামলার হাত থেকে রক্ষা পেয়েছি।আমি মনোনয়ন পেয়ে আনন্দ উলাস বা মিষ্টি মুখে আনন্দ করতে সকলকে নিষেধ করেছি। আমি কোন সংঘাতে জড়াতে চাইনা। আমি আমার নেতা কর্মী সমর্থকদের শান্ত থাকতে পরামর্শ দিয়েছি।

আমিরুল ইসলাম অল্ডাম