ঢাকাWednesday , 5 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে বিএনপির ৩১দফা রূপ রেখার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে এমপি প্রার্থী মুন্নার গণসংযোগ

Mahamudul Hasan Babu
November 5, 2025 4:15 am
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস( কুমিল্লা) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” রূপরেখার লিফলেট বিতরণ এবং ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এমপি পদপ্রার্থী এবং সাবেক যুবদল নেতা মোঃ ওমর ফারুক মুন্না।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী তিতাস উপজেলার সদর কড়িকান্দি বাজার, গাজিপুর বাজার, বাতাকান্দি বাজার এবং মাছিমপুর বাজারে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে দলীয় ৩১ দফা লিফলেট বিতরণের মাধ্যমে এ নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

ওমর ফারুক মুন্না তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে ওমর ফারুক মুন্না বলেন, “দলীয় নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ লিফলেট বিতরণ করেছি। দলীয় মনোনয়ন পেলে আমি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে নির্বাচন করব এবং জনগণের জীবনমানোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে হোমনা-তিতাসকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব।”

এসময় তার সঙ্গে স্থানীয় এলাকার প্রায় শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থক লিফলেট বিতরণী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।