ঢাকাWednesday , 5 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে প্রান্তিক পর্যায়ের ৭ হাজার কৃষক পাচ্ছেন শীতকালীন ফসলের বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

Mahamudul Hasan Babu
November 5, 2025 9:40 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:২০২৫-২৬ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় পঞ্চগড়ে ৭ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে সরিষা, গম,  শীতকালীন পেয়াজ ও চিনাবাদামের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।
এসময় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহায়তায় লক্ষ্যে সরকার নানা কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রণোদনার আওতায় সদর উপজেলায় এক হাজার সরিষা চাষী, ৫ হাজার ৫০০ গম চাষী, ৩০ জন শীতকালীন পিঁয়াজ চাষী এবং ৮০০ জন চিনাবাদাম চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আগামীতেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।