ঢাকাWednesday , 5 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-১আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা প্রদান

Mahamudul Hasan Babu
November 5, 2025 11:10 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায় মাগুরা জেলা প্রতিনিধি।। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মাগুরা-১আসনের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব,আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে তিনি,কামারখালী সেতু এলাকায় পৌঁছালে হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।ফুলেল শুভেচ্ছা,ব্যানার,ফেস্টুন ও স্লোগানে সেতু থেকে শহর পর্যন্ত পথজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।প্রত্যক্ষদর্শীদের জানান,সকাল থেকেই কামারখালী ব্রিজ ও আশপাশের এলাকায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমবেত হন। পরে একটি বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ওয়াপদার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,মাগুরার মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে,তা আমার জীবনের বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল-এই ভালোবাসাই আমাদের আগামী পথ চলার শক্তি।” তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মাগুরার উন্নয়ন নিশ্চিত করা হবে।”
সমাবেশে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তারা বলেন,বিগত সময়ে নানা সংকট ও ভোগান্তিতে জনগণ পরিবর্তনের প্রত্যাশা করছে।বক্তারা আশা প্রকাশ করেন,আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে বিএনপি সংগঠিতভাবে মাঠে নেমে নির্বাচনে ভালো ফলাফল অর্জন করবে।
সংবর্ধনা শেষে বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।