ঢাকাThursday , 6 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 6, 2025 5:55 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম
এ সময় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকা ইসলাম। এছাড়াও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, গ্রাম আদালত প্রকল্প ৩য় পর্যায়ে প্রকল্প কর্মকর্তাগণ কারিগরি সহায়তা প্রদান করছেন। গ্রাম আদালতকে সক্রিয় রাখার দায়িত্ব ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের। গুরুত্বসহকারে সকলকে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে কোথাও বাধাগ্রস্থ হলে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে বলেন। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা নিরসন করা সম্ভব বলেও মন্তব্য করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালত কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ফরম ও রেজিস্ট্রার বিতরণ করেন।