মোঃ সাইফুল্লাহ, মাগুরা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার পিতা মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের হারেজ আলী মোল্লা বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাতি- নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে যোহর নামাজ বাদ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে মাগুরা জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়স্বজন ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। জানাজা শেষে বিকেলে সাচিলাপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
