ঢাকাThursday , 6 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও আনন্দ মিছিল 

Mahamudul Hasan Babu
November 6, 2025 10:28 am
Link Copied!

রূপসা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে খুলনা -৪ আসনে সংসদ সদস্য প্রার্থী মনোনীত করায় স্বাগত জানিয়ে আনন্দ  মিছিল, পথসভা, লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গন সংযোগ করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।   গতকাল ৫ নভেম্বর  বিকেলে  আনন্দনগর ছোটজিলে বাজার থেকে শুরু করে মিসিলটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাটাখালের বান্দে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শমাবেশে  বক্তৃতা করেন বিএনপির আহবায়ক এসএমএ মালেক, সদস্য সচিব মোঃ মিকাঈল বিশ্বাস, যুগ্ম আহবায়ক মহিতোষ ভট্টাচার্য, থানা বিএনপির সদস্য মফিদুল্লাহ মিঠু, শহিদুল্লা বুলবুল, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন শাকিল, বাবুল লস্কর, মেজবাহ মোল্লা, খালিদ লস্কর, মোঃ রাজা শেখ, টিক্কা শেখ, মোঃ জাহিদুল ইসলাম মিন্টু, খায়ের লস্কর, মোঃ দেলোয়ার হোসেন লস্কর, মিঠু লস্কর, আঃ জলিল লস্কর, কেএম আমিনুল ইসলাম
শফিক লস্কর, আব্দুল্লাহ শিকদার, আলমগীর লস্কর, শাহিদ লস্কর,  বাবর মুন্সি, সাইফুল্লাহ লস্কর, আলী আজম শেখ, মুরসালিম ইসলাম রনি, মনির আহম্মেদ লস্কর, মোঃ মোস্তাইন শেখ, আসলাম লস্কর, ল ম গোলাম রব্বানী, জহির লস্কর, ফরহাদ মোল্লা, সাকিল লস্কর, রনি শেখ,  লাবলু মোল্লা,  মিজান লস্কর, আরিফ মোল্লা, জিবরিল মোল্লা, ওমর মুন্সি, আনিচ মোল্লা, নাসিম লস্কর,  আবুতাহের, আসিক সরদার, ইউনুস সরদার, সোহেল শেখ, ফরিদ শেখ, হামিম শেখ প্রমুখ।