এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।গত বুধবার রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে মনোয়ার সরকারের বাড়িতে তার নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত ঘরে আগুন দেয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি আগুনে পুড়ে ভস্মিভূত হয়। আগুন লাগার পর ঝবর পেয়ে স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংসদ সদস্য প্রার্থী মনোয়ার সরকারের নির্বাচনী অফিসে আগুন দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে মনোয়ার সরকার সমর্থিত বিএনপির নেতা-কর্মীরা!নেতা-কর্মী ও এলাকাবাসী ধারণা করছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ এ ঘটনা ঘটাতে পারে।বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের কাছে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাজনৈতিক অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭ টি আসনে মনোনয়ন দিয়েছে।এর মধ্যে ৬৩ টি আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তার মধ্যে কুমিল্লা-২ হোমনা-তিতাসে কোনো ধরনের প্রার্থী না দেওয়ায় আমি বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ ও ধারাবাহিক ভাবে গণসংযোগ,এবং মতবিনিময় সভা করে যাচ্ছি। আমার এই প্রচারণায় দুর্বৃত্তরা আমার নিজ বাড়ির স্থানে রাজনৈতিক অফিসে আগুন লাগায়ে যায় এতে আমাদের বীর উত্তম শহীদ জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পুড়ে যায়। আমি এর তিব্র নিন্দা জানাচ্ছি। ধারণা করা হচ্ছে এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। ভয়ভীতি বা হামলায় আমাকে দমানো যাবে না ,গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম চলবেই। প্রশাসনের কাছে এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, একটি দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে একটি টেবিল পুড়েছে। ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনি কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে মনোয়ার সরকার এলাকায় আসছেন।
