ঢাকাFriday , 7 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

Mahamudul Hasan Babu
November 7, 2025 12:23 pm
Link Copied!

মোঃ ইসমাইল হক উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত মো. শওকত আলীর পরিবারকে মানবিক সহায়তা করেছে জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে গরু দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান।

গত রাত ১ টার দিকে ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের তিলকী গ্রামের শওকত আলীর গোয়াল ঘরে আগুন লাগে। অগ্নিকান্ডে চারটি গরু, দুইটি ছাগল, হাস মুরগী পুড়ে যায়। এতে পরিবারটি অসহায় হয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ৪টি গরু ও ২টি ছাগল মারা যায়। এতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি গরু সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. লোকমান আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়ন মাও. আব্দুর রউফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হক, ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।

ড. মিজানুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এলাকার বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানান।

ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোস্তফা আলী বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগও ছিলনা । আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে গবাদিপশু গুলো বের করতে না পারায় পুড়ে যায়।

ছবি ক্যাপশন: ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গরু সহায়তা দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ড. মু. মিজানুর।