রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনেও জেলার সর্ববৃহৎ “উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫” শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ, কবিরহাট ও দাগুনভূইয়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়।
ওএমআর সীটে এই বৃত্তি পরীক্ষায় ৫ম থেকে ১০ম শ্রেণির ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮,৫০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।
পরীক্ষার তত্ত্বাবধান করেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুন। নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুল কাদের ভূঁইয়া পরীক্ষার সার্বিক বিষয় পরিদর্শন করেন।
মামুনুর রশিদ মানুন জানান, “এই আয়োজনের লক্ষ্য শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা। ভবিষ্যতে নোয়াখালীর প্রতিটি উপজেলায় এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
