ঢাকাFriday , 7 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে অগ্নিসংযোগে ৪ টি ছাগল পুড়ে ছাই

Mahamudul Hasan Babu
November 7, 2025 12:21 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস( কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের মাইদপাড়া গ্রামে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের মাইদপাড়ায় বদরুদ্দীন ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা মিজানুর রহমানের গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ভেতরে শতাধিক পটকার বিস্ফোরণ ঘটে, ফলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তোতাবুড়ি জাতের চারটি ছাগল সম্পূর্ণভাবে পুড়ে মারা যায়। পরিবারটির দাবি, এই ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গৃহকর্ত্রী নিলুফা বেগম জানান,রাত সাড়ে ১১টার দিকে পটকা ফোটার শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে মনে করেছিলাম আশেপাশে কোনো বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছে। পরে দেখি আমাদের গোয়ালঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। ভেতরে থাকা দুটি গাভিন ছাগলসহ চারটি ছাগলই পুড়ে মারা যায়। স্বামী অসুস্থ থাকায় বাড়ি বিক্রি করেও এই ছাগলগুলো বিক্রি করিনি, সন্তানসম লালন করছিলাম।এখন আমি নিঃস্ব হয়ে গেছি।