পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার বামনবাড়ি এলাকায় রমরমা মাদকের বাণিজ্যর প্রতিবাদে ও প্রতিকারের দাবিতে অতিষ্ঠ গ্রামবাসীর মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বামনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বামনবাড়ি টাইগার ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা সুরজ্জামালের সভাপতিত্বে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমান, সমাবেশে বামনবাড়ি জামে মসজিদের ঈমাম মঞ্জরুল ইসলাম সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, বামনবাড়ি এলাকার আনোয়ার, রুহি, কালু, জামাল ও তার সহকারী বাবু, সোনিয়া, রুবেল সহ তাদের একটি দল দীর্ঘ এক যুগ ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। তাদের আশ্রয়দাতা ইউনুস, ফুলুরউদ্দিন, মুসলিম এলাকায় পরিচিত। তারা সবাই মিলে এলাকায় মাদকের রমরমা বাণিজ্য করে আসছে। এনিয়ে স্থানীয়রা একাধিকবার তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মাদক সহ আটক হয়েছে। কিন্তু দুই একদিনের ব্যবধানে তারা কিভাবে বের হয়ে আসছে। পুলিশ ভালভাবে মামলার চার্জশিট দিচ্ছে না। মাদকের পরিমাণ বেশি ধরা হলেো কম দেখানো হয়। এখানকার মাদকসেবীরা ধামের ঘাট সীমান্ত দিয়ে মাদক এনে এলাকায় ব্যবসা করছে। নানা সময় মাদক সহ গ্রেপ্তার হবার পরে স্থানীয়দের দেখে নেয়ার হুমকীও দিচ্ছে। বিগত দিনে তারা আওয়ামী লীগের শেল্টারে মাদক ব্যবসা করে আসছিল। এখনো তারা নানা উপায়ে বিভিন্নজনের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছে। এই এলাকায় কেউ মেয়ে বিয়ে দিতে চায়না মাদকের রমরমা বাণিজ্যর কারণে। এই গ্রামটিকে সবাই মাদকের গ্রাম নামে চেনে। আমরা এসব থেকে প্রতিকার চাই। অবিলম্বে এই এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সমাবেশে বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাদক নির্মূল করতে সবার সহযোগিতা প্রয়োজন। পুলিশ আসামী ধরলে অনেক সময় সাক্ষীর অভাবে জামিন হয়ে যায়। একারণে স্থানীয়দের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে আপনারা কমিটি গঠন করেন গ্রাম পর্যায়ে। মাদক সেবীকে ধরেন। তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে যা করার দরকার আমরা করবো।
পরে সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের মাধ্যমে স্মারকলিপি তুলে দেন সমাবেশ আয়োজনকারী স্থানীয়রা।
