আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী পৌরসভা এলাকায় পয়ঃ নিস্কাশন ও পানি নিষ্কাশনের নিমিত্ত্বে শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গাংনীর কাথুলী -চৌগাছা আঞ্চলিক সড়কের পশ্চিম পার্শ্ব দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। নিম্মমানের রড. সিমেন্ট, বালু, পাথর দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে বলে বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, নিম্মমানের ইট , পঞ্চগড়ের বালি দেয়ার কথা থাকলেও লোকাল বালি এবং কালো পাথর দিয়ে কাজ করানোর কথা থাকলেও নিম্মমানের সাদা পাথর দিয়ে ঠিকাদার গোপনে রাতের বেলায় নির্মাণ কাজ করছে। কেউ দেখার নেই। অভিযোগে আরও জানা গেছে, চৌগাছা ফুটবল মাঠের পশ্চিমে শামসুল আলম সোনা কমান্ডারের বাড়ির বিপরীত দিকে পল্লী বিদ্যুতের পোল না সরিয়ে ড্রেন তৈরী করা হচ্ছে। ড্রেনের মধ্যে পোল রেখে ড্রেনের ঢালাইকাজ করা হচ্ছে। কোন কারনে পরবর্তীতে বিদ্যুতের খুঁটি সরানোর প্রয়োজন হলে ঐ খুটি আর স্থানান্তর করা সম্ভব হবে না। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করাই এলাকায় সমালোচনা শুরু হয়েছে। ড্রেনের মধ্যে পোল রেখে কাজ করা সমীচীন না। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হচ্ছে।
এব্যাপারে কথা বলার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাউকে খুজে পাওয়া যাইনি।
গাংনী পৌরসভার উপ সহকারী প্রকোশলী রাজু আহমেদ জানান, এরকম অভিযোগ আমাদের কাছে আসেনি। সরেজমিনে দেখে বিষয়টি নিয়ে মন্তব্য করা যাবে। নিম্মমানের মালামাল থাকলে আমরা সেই উপকরণ দিয়ে কাজ করতে নিষেধ করেছি।
