ঢাকাSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ‘শিবাজী গদিঘর-স্থানীয় মানুষের সেবায় নতুন আস্থার ঠিকানা

Mahamudul Hasan Babu
November 8, 2025 6:36 am
Link Copied!

মাগুরা জেলা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর চৌরাস্তা মেইন সড়কের পাশে ডাক্তার মজিদ মার্কেটে যাত্রা শুরু করেছে সেবামূলক প্রতিষ্ঠান ‘শিবাজী গদিঘর’।স্থানীয় মানুষের নান্দনিক রুচি,দৈনন্দিন প্রয়োজন ও সুলভ মূল্যে মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তরুণ উদ্যোক্তা মিঠুন চন্দ্র বিশ্বাস এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন।এখানে আকর্ষণীয় নতুন সোফা ৈরি,বিভিন্ন গাড়ি, সিট কভার বাঁধাই,উন্নত মানের ভিআইপি গদি ও সোফা সেট তৈরি করা হয়।গদি ও সোফা তৈরিতে ব্যবহার করা হচ্ছে টেকসই ও আরামদায়ক উপাদান, ফলে পণ্যের সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘমেয়াদী স্থায়িত্বও নিশ্চিত হয়।সব পণ্যই সুলভ দামে পাওয়া যায়,যা এলাকার ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা।স্থানীয়রা জানান,এতদিন এসব কাজ করাতে দূরবর্তী বাজারে যেতে হতো অথবা অতিরিক্ত মূল্য গুণতে হতো।এখন নিজ এলাকায় মানসম্মত কাজ ও পণ্য পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।প্রতিষ্ঠাতা মিঠুন চন্দ্র বিশ্বাস বলেন,“শুধু ব্যবসা নয়, আমি চাই এলাকাবাসীর উপকারে আসতে। যেন সবাই াদের সামর্থ্যের মধ্যে উন্নত মানের পণ্য পায়।মানুষের সন্তুষ্টিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”‘শিবাজী গদিঘর’স্থানীয় সেবা খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে-এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।