ঢাকাSunday , 20 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 মেহেরপুরে পুকুরের পানিতে ভেঁসে উঠলো  শিশুর মৃত দেহ।

Mahamudul Hasan Babu
October 20, 2024 8:52 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:বাড়ির পাশের পুকুরে পড়ে মাসুদ রানা নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার  বিকেল ৫ টার সময় মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। মাসুদ রানা শোলমারি গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
নিহত শিশুর মা ডলিয়ারা খাতুন জানান,আমাদের বাড়ির সাথেই আজিজুল ইসলামের একটি গভীর পুকুর। পুকুরের পাড় ভেঙ্গে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়েই সব মানুষকে  চলাচলা করতে হয়। আমাদের বাড়ির পাশেই নানার বাড়ি। আমার ছেলে নানার বাড়ি থেকে বাড়ি আসতে গিয়ে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে বাড়িতে না পেয়ে পুকুরে আমার ছেলেকে ভাসতে দেখি। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় শিশু মাসুদ রানার মরদেহ উদ্ধার করে।

শিশুটির পিতা সেন্টু মিয়া বলেন,পুকুরটির চারপাশ ঘিরে রাখা হলে আমার ছেলেকে মরতে হতোনা।
পুকুর মালিকের অবহেলায় আমার তিন বছরের শিশুকে জীবন দিতে হলো।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমানুল্লাহ আল বারী বলেন,পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে দাফনের অনুমোতি দেয়া হয়েছে।