ঢাকাSunday , 9 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দলীয় মনোনয়ন বাতিলের দাবি নিয়ে গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির ঐতিহাসিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

Mahamudul Hasan Babu
November 9, 2025 7:27 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে দলীয় মনোনয়ন বাতিল এবং পুণর্বিবেচনার দাবিতে গাংনী উপজেলা , পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গাংনীর পৌর এলাকার বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে সংক্ষিপ্ত আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে গাংনীর বাঁশবাড়ীয়া ফুটবল মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়।
শনিবার বিকাল ৪ টার গাংনী গাংনী উপজেলা ও পৌর বিএনপি ও এর অীধনস্থ ইউনিট সমূহ সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সেক্রেটারী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিএনপির একাংশের আয়োজনে ফেষ্টুন ও প্লাকার্ড নিয়ে স্মরণ কালের সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিটা ইউনিয়ন থেকে নেতাকর্মী সমর্থকরা ব্যানার , ফেষ্টুন নিয়ে মিল্টনের সমর্থনে শ্লোগান দিয়ে র‌্যালিতে অংশ নেয়।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি ও রাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন , গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক মাষ্টার, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বামন্দী ইউপির একাধিকবারের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান ,জেলা মহিলাদলের সাধারন সম্পাদক লায়লা আরজমান্দ বানু, গাংনী উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন, সেক্রেটারী খালেদা ইয়াসমিন, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বিএনপি নেতা নাসিরুদ্দীন, জেলা যুবদলের সেক্রেটারী কাওছার আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথি জাভেদ মাসুদ মিল্টন বলেন, আমরা কোন বিশৃঙ্খলা বা হঠকারি সিদ্ধান্তে যাব না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। আমরা ধানের শীষের লোক। কোন বিভ্রান্তি ও অপপ্রচার আমরা বিশ্বাস করি না।আমরা দলীয় মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনা করে ধানের শীষের যোগ্য প্রার্থীকে (জাভেদ মাসুদ মিল্টনকে)
মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সমাবেশে হাজার হাজার লোকের সমাগম হয়েছে। আজকের জন সমাগম এবং ঐতিহাসিক র‌্যালি যেন গিনেস বুকে জায়গা করে নেবে। আজকের গণ জমায়েত এবং র‌্যালিই প্রমান করে মিল্টনের জন সমর্থন এবং জনপ্রিয়তা সবচেয়ে বেশী।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ্ক আব্দাল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা বুলবুল, সাহারবাটি ্ইউনিয়ন বিএনপির সভাপতি বাশিরুল আজিজ হাসান, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক,গাংনী পৌর বিএনপির সেক্রেটারী সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জেলা ছাত্রদল নেতা সাজেদুর রহমান বকুল,গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে বাঁশবাড়ীয়া ফুটবল মাঠ থেকে হাজার হাজার নারী পুরুষ একটি বিক্ষোভ মিছিল গাংনী শহরের সড়ক প্রদক্ষিণ করে। গাংনী শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়।