মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) এর নবনিযুক্ত অধ্যক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরে কালক্ষেপন করছেন বলে অভিযোগ উঠেছে বদলীকৃত সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলামের বিরুদ্ধে। যে কারনে এ কার্যালয়ের প্রশাসনিক কাজে জটিলতার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি সনের বিগত ৩ নভেম্বর রাষ্ঠ্রপতির আদেশক্রমে উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জিয়া উদ্দিন কে রংপুরের পীরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি)্ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়। যার স্বারক নং-৪৯.০০.০০০০.০০০.০০০. ১৯.০০০১.২৫.২০৮১ । এদিকে গত ৫ নভেম্বর জিয়া উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উক্ত কার্যালয়ে যোগদান করলেও অদ্যবধি পুর্বোক্ত অধ্যক্ষ মহিবুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে পাননি। এ কারনে কার্যালয়টির প্রশাসনিক কাজে জটিলতার সৃষ্টি হয়েছে বলে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী। প্রশিক্ষণার্থীদের ক্লাস, ল্যাব কার্যক্রমও অনেকটা ব্যহত হচ্ছে।
এ ব্যাপারে উক্ত টিটিসিতে নব যোগদানকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়া উদ্দিন এর সঙ্গে কথা হলে তিনি এর সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, দায়িত্ব বুঝে না পাওয়ায় প্রশাসনিক কাজে কিছুটা জটিলতা হচ্ছেই। তবে আমি পুর্বের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে দায়িত্ব বুঝে নেয়ার চেষ্টা করছি।
এ ব্যাপারে পুর্বের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলামের সঙ্গে রোববার দুপুরের পর মুঠোফোনে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রী অসুস্থ তাই আমি হাসপাতালে আছি, পরে কথা বলবো।
