ঢাকাSunday , 9 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ১৩০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

Mahamudul Hasan Babu
November 9, 2025 4:15 pm
Link Copied!

aৃমাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার চর-বড়রিয়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ আশরাফুল (৪৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রোববার সকালে তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।
আটক আশরাফুল বড়রিয়া গ্রামের মৃত সলেমান বিশ্বাসের পুত্র।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়,
আশরাফুল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে- জড়িত এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে একটি টিম গঠন করে।
পরে ভোরে আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে তার শরীর ও ঘর তল্লাশি করে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে নগদ-২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ হাফিজা খাতুন বলেন,“আটককৃত আশরাফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।