এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরলে জুয়া খেলার অপরাধে বিএনপি’র ৪ নেতা-কর্মীসহ ৫ জুয়াড়–কে কারাদন্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার রাত ৯ টার দিকে বিরল উপজেলা প্রাণী সম্পদ অফিসে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমিঃ) ইসতিয়াক আহামেদ। সাজাপ্রাপ্তরা হলেন, বিরল পৌর বিএনপির যুবদলের আহবায়ক হাবিবুর রহমান, বিএনপি নেতা সাখাওয়াত, বেঞ্জির বাবু, হামিদুর রহমান হামু ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের অফিস সহকারি নজরুল ইসলাম। ভ্রাম্য আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।
