আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর থেকে প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে নওপাড়া বাজারে ধানের শীষের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, কর্মীসভা , লিফলেট বিতরণ ,ধানের শীষের মিছিল এবং সন্ধ্যার পর মোটর সাইকেল রালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নওপাড়া বাজারে ধানের শীষের কর্মীসভা, প্রচারণা ও সন্ধ্যার পর নওপাড়া ওয়ার্ড বিএনপির আয়োজনে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গাংনীর কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী আমজাদ হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাংনীর মাটি ও মানুষের নেতা গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপির একাধিকবারের সাবেক চেয়ারম্যান,জননেতা রাজপথের লড়াকু সৈনিক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব,জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।
কর্মী সভায় প্রধান অতিথি আমজাদ হোসেন বলেন, কোন বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। গাংনীতে জাতীয় নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীকে গ্রীণ সিগন্যাল দেয়ার পর মেহেরপুর-২ গাংনী আসনের ভোটারদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের বিচ্ছিন্ন কয়েকজন নানাভাবে অপপ্রচার চালিয়ে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা ধানের শীষের যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ চেষ্টা করবো।
উপজেলা জাসাসের সভাপতি সুলেরী আলভী ও শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাথুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম , রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসিরউদ্দীন, সাবেক কাউন্সিলর নাসিরউদ্দীন, সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা,বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, ইয়ামিন আলী বাবলু, রবিউল ইসলাম, সাহিবুল ইসলাম, ছাত্র নেতা নাজমুল হোসাইন , আমিনুল ইসলাম প্রমুখ।
কর্মীসভা শেষে নওপাড়া বাজার থেকে বিভিন্ন রাস্তায় সন্ধ্যার পর বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এর আগে একইভাবে গত রবিবার বিকেলে উপজেলার কাজীপুর ইউনিয়ন বিএনপি ও সন্ধ্যায় উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে ওয়ার্ড বিএনপির আয়োজনে বেতবাড়ীয়া গ্রামে পথসভা , গণসংযোগ ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। সংসদীয় আসন ৭৪ মেহেরপুর-২ গাংনী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাংনী উপজেলার ৩ নং কাজীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেতবাড়ীয়া গ্রামে লিফলেট বিতরণ ও ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব আমজাদ হোসেন। বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লা, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, গাংনী পৌর জাসাসের সদস্য সচিব সুলেরী আলভী, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, মেহেরপুর জেলা যুবদলের সহ সম্পাদক রাশেদুজ্জামান রনি, ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আনারুল ইসলাম মোল্লা, যুবদলের সভাপতি হক সাহেব, কাজীপুর ্ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুল, কাজীপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামাল হোসেনসহ বিএনপি ও ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাজার হাজার নারী পুরুষ কর্মী সমর্থক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে যুক্ত হলে কর্মী সভা যেন বিএনপির গণজোয়ারে সমাবেশে পরিণত হয়।
