ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে পরামর্শকরণ সভা

Mahamudul Hasan Babu
November 10, 2025 2:48 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর থেকে প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে গাংনী পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) (প্যাকেজ-৩ )এর আওতায় মাষ্টার প্লান নিয়ে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী পৌরসভার আয়োজন ও এডিবির বাস্তবায়নে গাংনী পৌরসভা সম্মেলন কক্ষে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়। গাংনী পৌর সভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি কার্যকর মাষ্টার প্লানই পাওে গাংনীকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিক বান্ধব আধুনিক পৌরসভায় রুপ দিতে। তিনি আরও বলেন, ভবিষ্যতের জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামো সম্প্রসারণ , সড়ক নেটওয়ার্ক, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা , জনসেবা কেন্দ্র এবং সবুজ পরিবেশ রক্ষায় সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সংক্ষিপ্ত আলোচনা শেষে সভার উদ্বোধন ঘোষনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এক্সপার্টস লিমিটেড, ডেভ কনসালটেন্টস লিমিটেড এবং জিও প্লানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড পার্টনার প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে ফ্যাসিলেটেটর হিসেবে নগর পরিকল্পনাবিদ রেজাউর রহমান, যিনি প্রজেক্টেরের মাধ্যমে গাংনী পৌরসভার মাঠ জরীপের সারসংক্ষেপ তুলে ধরেন এবং মাষ্টার প্লান প্রণয়নের প্রাথমিক ধারণা ও দিকনির্দেশনা উপস্থাপন করেন।
পরে পৌরসভার ৯ টি ওয়ার্ড ভিত্তিক গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহনকারীরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প চিহ্নিত কওে প্রস্তাবনা দেয়।
পরামর্শকরণ সভায় অন্যান্যদের মধ্যে গাংনী পৌর সভার সদস্য সচিব প্রকৌশলী শামীম রেজা, উপ সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃনদ ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, টিএলসিসির সদস্যবৃন্দ ।