ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ-এর মনোনয়ন বাতিলের দাবিতে এবার ব্যতিক্রমী অভিনব কায়দায় প্রতিবাদ ও বিক্ষোভ।

Mahamudul Hasan Babu
November 10, 2025 2:52 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ-এর মনোনয়ন বাতিলের দাবিতে এবার অভিনব কায়দায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বিএনপি’র একাংশ।

সোমবার দুপুরে দিনাজপুর শহরের প্রবেশমুখে উপজেলার কাঞ্চন মোড়ে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা গায়ে কালো কাপড় পরে প্রতিকী মঞ্চে গলায় ফাঁস নিয়ে আন্দোলন করতে থাকে।
এসময় সড়কে অবস্থান নিয়ে বসে পড়লে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সংবাদ পেয়ে বিরল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভ কারীরা জানান, অনতিবিলম্বে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকির মনোনয়ন বাতিল করা না হলে এর থেকে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা তার দ্রত মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

বিক্ষোভকারীরা বলেন, সাদিক রিয়াজ চৌধুরী আওয়ামী অ্যাসিস্টদের দোসর। গত ১৭ বছরে তার কোন জেল জুলুম নাই এমন বক্তব্য দিতে থাকেন।

তাদের অভিযোগ, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের পূণর্বাসনকারী দোসর ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আত্মীয় এবং ২৪ সালের গণঅভ্যুত্থানের পর খালিদ মাহমুদ চৌধুরীকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন। তার নাম মনোনয়ন ঘোষণার পর সাদিক রিয়াজ চৌধুরী পিনাক স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা না করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু শ্রী সতীশ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম মোস্তফা গোলাপ, মমিনুল ইসলাম, আব্দুল হাকিম প্রমূখ।