রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক শিক্ষকের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাতে উপজেলার একডালা গ্রামের শিক্ষক লুৎফর রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গরুর মালিক শিক্ষক লুৎফর রহমান জানান, রোববার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে তার এবং ভাই-ভাতিজাসহ মোট ৭টি গরু গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এরপর সোমবার ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা কেটে ৭টির মধ্যে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা হবে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি। দ্রুত গরু উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চোরাই গরু উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
