ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 11, 2025 8:43 am
Link Copied!

ইকবাল বাহার, পঞ্চগড় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন।

তিনি বলেন, “গ্রাম আদালত হচ্ছে জনগণের প্রাথমিক ন্যায়বিচারের অন্যতম মাধ্যম। এ আদালতকে সক্রিয় করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত মানবসম্পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউপি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”