ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হেরোইন ও ইয়াবাসহ নারী ব‍্যবসায়ী আটক

Mahamudul Hasan Babu
November 11, 2025 8:58 am
Link Copied!

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় রিক্তা বেগম (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে নড়াইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের খবর পেয়ে আটক কৃত নারীর স্বামী বিল্লাল শেখ পালিয়ে যান।

সোমবার (১০ নভেম্বর) বিকালে অভিযান চালিয়ে উপজেলার জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিক্তা ও তার স্বামী বিল্লাল শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের ধরতে কয়েক দিন যাবত চেষ্টা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এক পর্যায়ে গোপনে সংবাদ পেয়ে সোমবার বিকালে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে রিক্তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানে রিক্তার বসত ঘর থেকে তাকে আটক করা গেলেও অভিযানের খবর পেয়ে তার স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যায়। এসময় রিক্তার ঘরে তল্লাশী চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন ১৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, আসামীকে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা দায়ের করা হয়েছে।