কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁ আত্রাই উপজেলা জুরে এখন সার সংকট চরমে। বিশেষ করে আমন ধানের চাষ আবাদের ভরা মৌসুমে ইউরিয়া,ডিএপি ও পটাশ সার না পাওয়ায় চরম উদ্বেগে পড়েছেন কৃষকেরা। ফসল হানির আশংকায দিশেহার শত শত কৃষক মঙ্গলবার ভিঢ় জমিয়েছেন উপজেলা কৃষি অফিসের সামনে। কৃষকদের আভিযোগ, সরবারহ ঘাটতি এবং স্থানীয় ডিলারদের সিন্ডিকেটের কারণে বাজারে সারের কৃত্রিম সংকট চলছে। উপজেলার বেওলাও আহসানগন্জ এলাকার কৃষকদের দাবি, সময়মতো ধানের চারা রোপন করলেও সার কিনতে গিয়ে তারা বিড়ম্বনায় পড়ছেন। কৃষক আনিছুর রহমান ক্ষোভের সাথে জানান, জমিতে সার দেওয়ার সঠিক সময় হলেও দোকানে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে।কিৃষকরা অভিযোগ করেছেন, বাজারে যে টুকু সার পাওয়া যাচ্ছে, তা সরকারের নিদ্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কালোবাজারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তাদের পকেট ভরছেন। কমকতার দিকে আঙ্গুলঃ কৃষককেরা এই তীব্র সংকটের জন্য সরাসরি উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদারকে দায়ী করে তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। কৃষকদের চাপের মূখে উপজেলা কৃষি অফিস নড়ে চড়ে বসেছে।কৃষিঅফিসার প্রসেনজিৎ তালুকদার সমস্যার কথা স্বীকার করে বলেন, জেলা থেকে সারের চাহিদা কম আসায় নাময়িক সমস্যা দেখা দিতয়েছে। মনিটরিং সেল ঃ তিনি জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে। এবং কোনো ডিলার বা ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে, সেজন্য মাঠ পযায়ে তদারকি দল (মনিটরিংসেল) কাজ করছে। সুনিদিষ্ট অভিযোগ পেলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিশেজ্ঞ আহসান হাবিব বলেছেন, ভরা মৌসুমে সারের এই ঘাটতি দ্রুত মেটানোর না গেলে আত্রাইয়ের আমন ধানের ফলন মারাত্বক ভাবে কমতে পারে। একই সাথে আসন্ন রবিশষ্য যেমন আলু আবাদও ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। আত্রাইয়ের কৃষকরা এখন স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সরকারের উচ্চ মহলের হস্তক্ষে পের অপেক্ষায় রয়েছেন।
