ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বোদায় এসিল্যান্ডের উপর হামলা : আটক-২

Mahamudul Hasan Babu
November 11, 2025 4:54 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফিরে আসার সময় মব সৃষ্টি করে জব্দকৃত মামামাল লুট করে এবং হামলা করার চেষ্টা করে। এতে অংশ নেওয়ার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বোদা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) এ উল্লেখিত ৪(খ)ধাারা মোতাবেক আকাশ মসলা ঘর থেকে ৭৮.৯৫ কেজি ও আইয়ুব মসলা ঘর থেকে ১৩৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিন নিয়ে আসার সময় অতর্কিত হামলা করার চেষ্টা করে স্থানীয় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
এসময় ব্যবসায়ী,কর্মচারী ও উত্তেজিত জনতা এসিল্যান্ড অফিসের সামনে উপস্থিত হলে বোদা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফরহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোদা পৌর সদরের হামিদুল ইসলামের পুত্র হাসান আলীকে ভ্রাম্যমান আদালতে ১২দিনের কারাদন্ড প্রদান করা হয় এবং একটি নিয়মিত মামলা রুজু করে হায়দার আলীকে আটক করে বোদা থানায় সোপর্দ করা হয়েছে।
এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হলে আমি সহ ভুমি অফিসের দুই জন সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, এসি ল্যান্ড, থানা পুলিশ ও এসিল্যান্ড কার্যালয়ের সদস্যদের উপর হামলার ঘটনায় ১৫ জনকে আসামী করে নিয়মিত মামলা রুজু হয়েছে। এ ঘটনায় একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।