পঞ্চগড় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সহ পঞ্চগড় জেলার সমন্বয়কদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি সহ তাদের সহযোগীদের বিভিন্ন ধরণের হুমকি-ধামকি ও জীবন নাশের হুমকি দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের আয়োজনে শহরের জজ কোর্ট এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে দাড়িয়ে আধাঁ ঘন্টাব্যাপী সমাবেশ কর্মসূচী পালন করে।
এতে পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, সহ সমন্বয়ক আতিকুর রহমান আতিক, ওমর ফারুক, মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এছাড়া পঞ্চগড়েও সমন্বয়ক ফজলে রাব্বিকে মেসেঞ্জার অডিও কলে হুমকি দিয়েছেন পঞ্চগড় ১ আসনের সাবেক সাংসদ নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা সহ আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে আল্টিমেটাম দেন। গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বিকে মেসেঞ্জার অডিও কলে হুমকি দেয়ার অভিযোগে পঞ্চগড় আসনের সাবেক সাংসদ নাইমুজ্জামান ভূইঁয়া মুক্তার বিরুদ্ধে গত ১৬ অক্টোবর পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।