বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে বোদা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনালিস্ট জিআইএস মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ককে প্রাথমিকভাবে অগ্রাধিকারভিত্তিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সড়কগুলোর ব্যবহারযোগ্যতা, অর্থনৈতিক গুরুত্ব, বাজার সংযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশগম্যতা বিবেচনায় এই তালিকা প্রস্তুত করা হয়।
