রেজুয়ান খান রিকন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ফুলবাড়ী (হিন্দুপাড়া) গ্রামে টিউবওয়েলের পানিতে চেতনা নাশক মিশিয়ে অচেতনের পর বসতবাড়ীতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রী যোতিশ চন্দ্র সাহা গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধের জের ধরে একই গ্রামের শ্রী সঞ্জয় চন্দ্র সাহা ও তার সহযোগীরা সুযোগের অপেক্ষায় ছিলেন। গত ১৯ অক্টোবর (২০২৫) সন্ধ্যার পর পূর্বপরিকল্পিতভাবে তারা যোতিশ চন্দ্র সাহার বসতবাড়ীর টিউবওয়েলের পানিতে অচেতন করার ঔষধ মিশিয়ে দেয়।
রাত ৮টার দিকে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লে একে একে সবাই অচেতন হয়ে পড়ে। রাত আনুমানিক দেড়টার সময় আসামিরা মুখোশ পরে ঘরে প্রবেশ করে। তারা প্রথমে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩২ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এরপর পাশের কক্ষে ঘুমন্ত অবস্থায় থাকা যোতিশ চন্দ্র সাহার মেয়ে যুথি রানীর হাতে থাকা ১ জোড়া কানের দুল, আংটি, গলার চেইন ও চুড়িসহ মোট ২ ভরি ২ আনা ওজনের স্বর্ণালংকার খুলে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ১২ হাজার টাকা।
এ সময় যুথি রানীর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করলে আসামিরা পালিয়ে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের জ্ঞান ফিরলে তারা ঘটনাটি জানতে পারেন। ঘটনাস্থল থেকে ইলেকট্রিক কাজের ব্যবহৃত একটি প্লাস ও তিন রঙের তার পাওয়া যায়, যা ১নং আসামী সঞ্জয় চন্দ্র সাহার ব্যবহৃত বলে দাবি করেছেন ভুক্তভোগী পক্ষ।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১২ নভেম্বর দুপুরে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদের পরিবারকে অচেতন করে ঘরে চুরি করেছে। স্থানীয়রা ঘটনার পর ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন।
এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্ত আসামী সজ্ঞয় চন্দ্র সাহা পলাশবাড়ী উপজেলায় সংবাদ সন্মেলন করে। এতে বলা হয় আনিসুজ্জামান বিদ্যুৎ তাকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। বিদ্যুৎ কে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য একটি মহল অভিযুক্ত আসামীকে ব্যবহার করে মিথ্যা প্রচার করছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী যুথি রানী, যুথি রানীর পিতা মামলার বাদী যোতিশ চন্দ্র সাহা সহ শ্রীমতি টপি রানী সাহা, মোহাম্মদ নজরুল ইসলাম ঝন্টু, শ্রী পরিমল চন্দ্র সাহা, শ্রী অমিত চন্দ্র সাহা মোঃ রহিম মিয়া, শ্রী বিধান চন্দ্র সাহা, শ্রী পিয়া রানী সাহা প্রমুখ।
গোবিন্দগঞ্জ থানার একটি সূত্র জানায়, এ ঘটনায় অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
