ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা পিয়াল আটক

Mahamudul Hasan Babu
November 13, 2025 6:48 am
Link Copied!

মো. মেহেদী হাসান  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাজী জামাল উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.জুবায়ের আহমেদ পিয়াল হোসেন কে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হবে।
তিনি বিগত দিনে আওয়ামী লীগের সময়ে অনেক লোক লুটপাটের অভিযোগ রয়েছে । এদিকে গত বছরের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও পিয়াল প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতা মামলায় পিয়াল হোসেন কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তার পিয়াল হোসেন ,মো.জহুরুল হোসেনের ছেলে তিনি উপজেলার পৌর এলাকার বাসিন্দা ।