ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিশু থেকে বৃদ্ধরা মেতে উঠেছিলো গ্রামীণ খেলায়

Mahamudul Hasan Babu
November 13, 2025 2:11 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো এক অনন্য আয়োজন “গ্রামীণ খেলা উৎসব”। বুধবার দিনভর চলা এই উৎসবে ছোট-বড়, নারী-পুরুষ সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ আর উৎসবের উচ্ছ্বাসে।

দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে পাক্ষি, হাড়িভাঙা, মোড়গ লড়াই, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, হাতি উড়ে না পাখি উড়ে, দুর্ভাগ্য বালিশ, কঙ্কর নিক্ষেপ ও ভিতরে-বাইরে খেলার প্রতিযোগিতা। কেউ খেলায় অংশ নিচ্ছে, কেউ পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে, গ্রাম যেন পরিণত হয় এক উৎসবের মেলায়।

অনেকে বলেন, বহু বছর পর তারা এমন খেলার আনন্দ উপভোগ করলেন। গ্রামের প্রবীণ ব্যক্তি খরজাহান বলেন, এই পাক্ষি খেলা তো এখন আর দেখা যায় না। ছোটবেলায় আমরা মাঠে ঘন্টার পর ঘন্টা খেলতাম। আজ আবার দেখতে পেয়ে মনে হলো, শৈশব ফিরে এলো।

লুৎফুন নেছা নামের এক প্রবীণ নারী বলেন, এই বয়সে এসে মেয়েদের সঙ্গে ‘দুর্ভাগ্য বালিশ’ খেলেছি, খুব ভালো লাগছে। এমন খেলা হলে গ্রামে মিলেমিশে থাকা আবার বাড়বে।

শিশুদের মুখেও ছিল উচ্ছ্বাসের ঝলক। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রেজওয়ান জানায়, আমি আগে পাক্ষি খেলা দেখিনি। আজ প্রথম দেখলাম। খুব মজা লেগেছে।

ধূমকেতু সাহিত্য পরিষদ, পঞ্চগড়ের আয়োজনে এবং কবি ও কথাসাহিত্যিক টি এম মনোয়ার হোসেনের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এই আনন্দ উৎসব ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা।

খেলা শেষে শিশু-কিশোররা কবি টি এম মনোয়ার হোসেনের কবিতা আবৃত্তি করে। পরে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধূমকেতু সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নুর হাসান,
সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।