আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর থেকে প্রতিনিধি: গাংনী উপজেলায় নবীন সাঁতারুদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলায় নদী নালা খাল বিল বেশী না থাকলেও প্রতিবছর পানিতে ডুবে অনেক শিশু মৃত্যুবরণ করছে। প্রতি সপ্তাহে অন্তত ২/১ জন বাচ্চা পানিতে ডুবে মারা যাচ্ছে। সাঁতার না জানার কারনে বাড়ির পার্শ্বের পুকুর অথবা নদীতে ডুবে শিশু কিশোররা মারা যাচ্ছে। আদরের সন্তান হারিয়ে বাবা মা পাগল প্রায় হয়ে পড়ে। সব স্বপ্ন শেষ হয়ে যায়। সন্তানের মৃত্যু পরিবারের সারা জীবনের কান্না। শুধুমাত্র সাঁতার না জানার কারনে অনেক সন্তানকে হারাতে হচ্ছে। আমার মনে হয়েছে, তাদেরকে যদিা সঁতার প্রশিক্ষণ দেয়া হয়, তাহলে এই ধরণের দুর্ঘটনা গুলো এড়ানো সম্ভব হবে। সে দৃষ্টিকোণ থেকেই আমরা প্রতিটি উপজেলায় একটি কওে সাঁতার প্রশিক্ষণের প্রকল্প হাতে নেয়া প্রয়োজন। এর গুরুত্ব বুঝে আমি মেহেরপুরের প্রতিটা উপজেলায় সাঁতার প্রশিক্ষণ দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারবৃন্দের মাধ্যমে নবীন সাঁতারুদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবীন সাঁতারুদের শিক্ষার্থীদের নিয়ে পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র ধান সিঁড়ি রিসোর্ট) পার্কের সুইমিং স্পটে সাঁতারের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার অনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিদ হোসেন।
জেলা প্রশাসক আরও বলেন, মেহেরপুরের প্রতিটা উপজেলায় নির্দেশনা দেয়া হয়েছে।ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ছেলে মেয়েদের প্রত্যেককে সাঁতার প্রশিক্ষণের আওতায় আনা হবে। এছাড়াও আমাদেও সকলকে সচেতন হতে হবে। আমাদের ছেলে মেয়েরা যারা সাঁতার জানে না, তারা যেন পুকুরে বা খালে বিলে নদীতে না নামে। পানিতে ডুবে যেন কোন মায়ের কোল খালি না হয়।
গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্র্াপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান,লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রিড়াবিদ আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
