ঢাকাFriday , 14 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে রুপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 14, 2025 11:02 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের সভাপতি মাসুম বিশ্বাস, সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস, কোষাধ্যক্ষ নয়ন বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ রাজীব হোসেন, সদস্য আলমগীর বিশ্বাস, মিহিম বিশ্বাসসহ আরো অনেকে।

বিশেষজ্ঞ ডাক্তার এজাজ আহম্মেদ রোচি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপিং করা হয়। এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মাসুম বিশ্বাস বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিত। আমরা গ্রামের এই প্রান্তিক, গরীব ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।