ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অগোছালো ঝিকরগাছা কে সাজিয়ে গুছিয়ে বাঘারপাড়ায় ইউএনও ভুপালী সরকার

Mahamudul Hasan Babu
November 15, 2025 8:46 am
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের অগোছালো ঝিকরগাছা উপজেলা কে সাজিয়ে গুছিয়ে প্রশাসনিক দক্ষতা, আন্তরিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, সংবাদকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং জনসেবায় তার অনন্য অবদানের জন্য ঝিকরগাছা উপজেলায় তিনি বেশ প্রশংসিত হয়ে একজন স্বচ্ছ, সাদামাটা সরকারি কর্মকর্তা ও উপজেলাকে একটি মডেল রূপে রূপান্তিত করতে দিন-রাত নিরলস ভাবে কাজ করেছেন। তিনি চলে গেছেন কিন্তু তার অনেক স্মৃতি উপজেলাবাসীর মনের খাতায় লিখে গেছেন। যাহা দেখে ঝিকরগাছাবাসী অনেক মুগ্ধ ও উপকৃত হলেও তাকে আরও কিছু দিনের জন্য সাথে রাখার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি এখন একই জেলার বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।‎ঝিকরগাছা উপজেলার মাটির মানুষ হিসেবে  পরিচিতি পেয়েছেন ভূপালী সরকার। কর্মকর্তা হিসেবে নয়, তিনি পরিচিতি পেয়েছেন কাজের মানুষ হিসেবে। মাত্র চৌদ্দ মাসে তিনি সবার মন জয় করে নিয়েছেন একজন সৎ, নিরপেক্ষ, ও উদার মনের একজন মানবিক ইউএনও হলো ভুপালী সরকার। তার অল্প স্বল্প দায়িত্বের গল্পে উপজেলা পরিষদের মধ্যে অগোছালো পরিবেশকে পাল্টিয়ে সাজানো গোছানো অপরূপ সৌন্দর্যের ছোঁয়া দিয়ে ভালোবাসার রঙে রাঙিয়ে তুলেছিলেন।‎আমাদের যথাসময়ে কোনো কাজ শুরু ও শেষ করার প্রবণতা জাতি হিসেবে নেই। বর্তমান আমাদের সময়ের  জ্ঞান নেই বললেই চলে। কোনো অনুষ্ঠান সকাল ১০টায় ঘোষণা করা হলে মানুষ ধরেই নেন শুরু হতে দুপুর ১২টা বাজবে। সেইভাবে মানুষও দেরিতে অনুষ্ঠানে আসেন। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি ঠিকঠাক সময়ে হয়-ই না। প্রশাসনের কর্তা ব্যক্তিরাও একটু দেরি করে অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঘড়ির কাটা মেনে চলা মানব দরদী ইউএনও কখনো কখনো উপজেলায় সাধারণ মানুষের জন্য কাজ করতে রাতকে রাত ও দিনকে দিন না মনে করেনি। উপজেলাবাসীর কথা ভেবে সরকারের নির্দেশনাকে উপেক্ষা করে নিজের দায়িত্ব পালন করে অসহায় গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।‎তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাবা নিমাই সরকার পেশায় কৃষক এবং মা প্রমীলা সরকার গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনিই বড়। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ২০১২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর জনতা ব্যাংকে নির্বাহী কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন। ৩৫তম বিসিএস ক্যাডারে (প্রশাসন) ২০১৭ সালে জয়পুরহাট জেলা প্রশাসনের কার্যালয়ে আইসিটি, এলএও এবং আরডিসি শাখায় দায়িত্ব পালন করেন। তারপর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এলএও এবং আরডিসি পদে যোগ দেন। এরপর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব শুরু করে অফিসার হিসেবে নয় একজন সচেতন মানুষ হিসেবে উপজেলায় পরিচিতি পেয়েছিলেন। উপজেলাবাসী তার বদলী মেনে নিতে পারেনি। যার কারনে সরকারের বদলিজনিত আদেশ প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী একাধিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সততা, ন্যায়পরায়ণতা,উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় কোন সরকারি কর্মকর্তার বদলি ঠেকাতে ঝিকরগাছার ইতিহাসে এটিই প্রথম মানববন্ধন কর্মসূচি পালন হয়। তার স্বামী তপন কুমার সরকার কলেজ শিক্ষক এবং দুই পুত্র সন্তানের জননী। সম্প্রতি রবিবার (০৯ নভেম্বর) তার দায়িত্ব হস্তান্তর করে তার পরবর্তী কর্মস্থল যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভুপালী সরকার।‎