ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় কৃষকদলের বর্ধিত সভা ২০২৫ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 15, 2025 9:11 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বর্ধিত সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভাকে ঘিরে শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে কৃষক দলের বিভিন্ন স্তরের পাঁচ শতাধিক নেতা–কর্মী অংশ নেন।

র‍্যালি শেষে অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছি–মহাদেবপুর আসনের ধানের শীষের প্রাথমিক ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

সমাবেশে তিনি বলেন, “দেশের কৃষক আজ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষি উৎপাদন, কৃষকের প্রাপ্য অধিকার ও সার্বিক কৃষি সহায়তার প্রতি গুরুত্ব দেওয়া হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কৃষক দল মাঠে থাকবে।”

সভায় আরো বক্তব্য রাখেন জেলা ও উপজেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বক্তারা বলেন, বর্তমানে দেশের কৃষি ব্যবস্থা ধ্বংসের পথে, কৃষকদের দুরবস্থা চরমে। তাই গণতন্ত্রের পুনরুদ্ধার এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে বদ্ধপরিকর হতে হবে।

কৃষকদলের নেতৃবৃন্দ আরও জানান, বর্ধিত সভার মাধ্যমে সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত তৈরির কার্যক্রম আরও জোরদার করা হবে।

সমাবেশে নওগাঁ সদর, বদলগাছি, মহাদেবপুরসহ জেলার বিভিন্ন উপজেলার কৃষকদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।