ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে মাত্র ২৮ দিনের ব্যবধানে জেলা প্রশাসক পরিবর্তন নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন জাহাঙ্গীর আলম

Mahamudul Hasan Babu
November 15, 2025 9:13 am
Link Copied!

জাহিদ হাসান:মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বদল হলো মাত্র ২৮ দিনের মাথায়। নতুনভাবে জেলার ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) জাহাঙ্গীর আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ১৫ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তাকে ঘিরে নানা সমালোচনা ও আলোচনা শুরু হয় জেলার বিভিন্ন মহলে। যোগদানের পর তিনি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করলেও এক মাসের মধ্যেই আবারও জেলা প্রশাসক পরিবর্তনের ঘোষণা আসে।

নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারীকৃত সিদ্ধান্ত অনুযায়ী মাদারীপুরের ডিসি হিসেবে দায়িত্ব নেবেন উপসচিব জাহাঙ্গীর আলম, আর এই আদেশ প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

হঠাৎ ও দ্রুত এই পরিবর্তনকে ঘিরে জেলার প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।